বরগুনায় একটি মাধ্যমিকের দপ্তরির বিরুদ্ধে গভীর রাতে স্কুলের আসবাবপত্র চুরি করে বাড়িতে নেয়ার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে তালতলী উপজেলার নয়া ভাইজোড়া বিএন মাধ্যমিক বিদ্যালয়ে। এ নিয়ে ওই এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
স্থানীয়দের অভিযোগ, গত ৬ এপ্রিল গভীর রাতে নয়া ভাইজোড়া বিএন মাধ্যমিক বিদ্যালয়ের দপ্তরি সোহাগ বিদ্যালয় থেকে মালামাল চুরি করে তার বাড়িতে নিয়ে যায়। রাতে আঁধারে ভ্যানে করে মালামাল নিয়ে যাওয়ার একটি ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।
ভিডিওতে দেখা যায়, একটি টমটম ভ্যানে স্কুলের স্টিলের দরজা, বেঞ্চ ও গুরুত্বপূর্ণ মালামাল নিয়ে যাচ্ছেন সোহাগ। যা পিছন থেকে একজন মোটরসাইকেল চালক ভিডিও করেন।
অভিযোগের বিষয় স্বীকার করে দপ্তরি সোহাগ বলেন, প্রধান শিক্ষকের নির্দেশেই এই মালামাল স্কুল থেকে নিয়ে বাড়িতে রেখেছি।
রাতের আধারে কেন নিলেন এ প্রসঙ্গে তিনি বলেন, সেটা প্রধান শিক্ষক জানে।
এবিষয়ে জানতে নয়া ভাইজোড়া বিএন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল ইসলামের সঙ্গে যোগাযোগ করা হলেও তিনি কোন মন্তব্য করেননি।
জেলা সহকারী শিক্ষা অফিসার মো. শাহাদাৎ হোসেন বলেন, আমি আগামী সপ্তাহে ওই স্কুলে যাব। গিয়ে এসব মালামালের খোঁজখবর নিবো। যদি মালামাল কম হয় তখন স্কুল কর্তৃপক্ষ দায়ী থাকবে।
বরগুনা জেলা প্রশাসক হাবিবুর রহমান বলেন, স্কুলের মালামাল দপ্তরির বাড়িতে রাখা যাবে না। আমি খোঁজ খবর নিবো।