বরগুনার তালতলীতে বড় বগী ইউনিয়ন পরিষদের নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের দায়ে আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীক প্রার্থী মো. আলমগীর মিয়াকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
সোমবার (১৩ জুন) বিকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়সাল আল নূর এ দণ্ডাদেশ দেন।
আদালত সূত্রে জানা যায়, ১৫ জুন এই ইউপিতে নির্বাচন। নিয়ম অনুযায়ী প্রচার-প্রচারণা বন্ধ থাকার কথা থাকলেও বড় বগী ইউনিয়নের নৌকার প্রার্থী নির্বাচনী প্রচারণার জন্য মিছিল ও শ্লোগান করেন। এ অভিযোগে আদালত এ দণ্ডাদেশ দেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়সাল আল নূর জানান, ইউনিয়ন পরিষদ নির্বাচন আচরণ বিধিমালা ২০১৬ এর (৩১) ১১ ও ২ ধারায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
এ সময় তিনি বলেন, নির্বাচনে আচরণবিধি লঙ্ঘন যে প্রতিনিধি করবে তাকেই শাস্তির মুখোমুখি হতে হবে।