ঢাকামঙ্গলবার, ৬ই জুন, ২০২৩ খ্রিস্টাব্দ, রাত ১১:০৪
আজকের সর্বশেষ সবখবর

তালতলীতে যুব রেড ক্রিসেন্টের ইফতার ও দোয়া মাহফিল

তালতলী প্রতিনিধি
মে ২, ২০২২ ১:৪১ পূর্বাহ্ণ
পঠিত: 361 বার
Link Copied!

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি তালতলী উপজেলা ইউনিটের যুব রেড ক্রিসেন্ট সোসাইটির আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১লা মে) তালতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় তলায় অনুষ্ঠিত এই ইফতার ও দোয়া মাহফিলে রেড ক্রিসেন্ট জনসংযোগ ও পরিকল্পনা লিডার লিমন গাজীর সঞ্চালনায় ও উপজেলা যুব রেড ক্রিসেন্টের দলনেতা দেবাশিষ চন্দ্র এর সভাপতিত্ব

প্রধান অতিথি হিসেবে ছিলেন যুব রেডক্রিসেন্ট তালতলী উপজেলা শাখার উপদেষ্টা জিয়াউল হক রুবেল,প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন যুব রেড ক্রিসেন্ট বরগুনা ইউনিট যুব প্রধান মেহেদী হাসান মুসা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ছাত্র লীগের সাধারণ সম্পাদক মিনহাজুল আবেদীন মিঠু,
তালতলী হাসপাতালের ডাক্তারগন আমরা মুক্তি যোদ্ধার সন্তানের আহ্বায়ক জে এইচ সুমন, তালতলী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো.খাইরুল ইসলাম আকাশ, সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক মো হাইরাজ মাঝিসহ জেলা ও বিভিন্ন উপজেলার সামাজিক সংগঠনের দলনেতাসহ যুব রেড ক্রিসেন্ট ইউনিটের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন

এসময় বক্তরা বলেন, আর্ত মানবতার সেবায় রেড ক্রিসেন্ট সোসাইটি সব সময় নিজেদের উজাড় করে কাজ করে থাকেন। বিশেষ করে দুর্যোগকালে উপকূলের মানুষের পাশে থেকে নিরাপদে রাখার জন্য সর্বদা কাজ করে যাচ্ছেন। করোনাকালে পরবর্তী টিকা কার্যক্রম এবং ভ্রাম্যমান ইফতার সামগ্রি ও ঈদের হাসি ফুটাতে
অসহায় মানুষের জন্য নতুন পোষাক দেওয়া রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবকদের ভূমিকা ছিলো অত্যন্ত প্রশংসনীয়। তাই রেড ক্রিসেন্ট সোসাইটির ভলেন্টিয়ারদের সূর্য সন্তান হিসাবে আখ্যা দেন বক্তারা।

এসময় আর্ত মানবতার সেবায় আরও শৃঙ্খলার সঙ্গে কাজ করার জন্য আহ্বান জানান বক্তারা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।