সাগর মোহনায় বনভোজনে গিয়ে স্কুল ছাত্র সূর্যর মৃত্যুর ঘটনার তদন্তের জন্য কমিটি গঠন করা হয়েছে।
রবিবার (১৩ মার্চ) জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় জেলা প্রশাসক হাবিবুর রহমান তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্ত প্রদান করেন।
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শুভ্রা দাসকে আহ্বায়ক করে জেলা শিক্ষা কর্মকর্তা মো. শাহদাত হোসেন এবং পুলিশ সুপারের প্রতিনিধির সমন্বয়ে তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
গত বৃহস্পতিবার (১০ মার্চ) সকালে বরগুনা শহরের সৃষ্টি বিজ্ঞান স্কুল এন্ড কলেজের শিক্ষক ও শিক্ষার্থীসহ ৬৫ সদস্যে পাথরঘাটার হরিনঘাটায় বার্ষিক বনভোজনে যান। দুপুরে সেখানে সূর্য ঘোষ (১৩) নামে এক শিক্ষার্থী নিখোঁজ হন। পরে শুক্রবার সকালে লালদিয়ার চর এলাকায় সাগর মোহনা থেকে তার ভাসমান মৃতদেহ উদ্ধার করে পুলিশ।
সূর্য ঘোষ বরগুনা পৌর শহরের ডিকেপি সড়কের পিযুষ ঘোষের ছেলে। তিনি সৃষ্টি বিজ্ঞান স্কুল এন্ড কলেজের সপ্তম শ্রেণিতে অধ্যায়নরত ছিলেন।