ঢাকাবুধবার, ৭ই জুন, ২০২৩ খ্রিস্টাব্দ, রাত ১১:০৭
আজকের সর্বশেষ সবখবর

তথ্য অধিকার আইন প্রশিক্ষন কর্মসূচি

পাথরঘাটা প্রতিনিধি
মার্চ ১৪, ২০২২ ৯:২৯ অপরাহ্ণ
পঠিত: 122 বার
Link Copied!

পাথরঘাটায় তথ্য অধিকার আইন ২০০৯ বিষয়ক প্রশিক্ষন অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১০ টায় পাথরঘাটা উপজেলা পরিষদের মিলনায়তনে এ প্রশিক্ষন শুরু হয়। প্রশিক্ষণে স্বচ্ছতা জবাবদিহিতা নিশ্চিত করণে তথ্য অধিকর আইনের বিভিন্ন বিষয়ে অবহিত করা হয়।

পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা হোসাইন মোহাম্মাদ আল মুজাহিদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তথ্য কমিশনের পরিচালক (গবেষণা, প্রকাশ ও প্রশিক্ষণ) ড. আব্দুল হাকিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পাথরঘাটা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তফা গোলাম কবির, মহিলা ভাইস চেয়ারম্যান ফাতিমা পারভীন।

দিনব্যাপী প্রশিক্ষণে আরো উপস্থিত ছিলেন, সরকারি কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, শিক্ষা প্রতিষ্ঠান প্রধান, ইউনিয়ন পরিষদের সচিব, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও গণমাধ্যমকর্মী প্রমুখ।

কর্মসূচীতে প্রধান অতিথি ড. আব্দুল হাকিম বলেন, জনসচেতনতা সৃষ্টি ও নিজের অধিকার সম্পর্কে জানানোই তথ্য অধিকারের মূল লক্ষ্য। জনগণ রাষ্ট্রের সকল ক্ষমতার উৎস। তাই প্রতিটি নাগরিকের রাষ্ট্রের তথ্য সম্পর্কে অবগত থাকা খুবই জরুরী

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।