বরগুনার পাথরঘাটায় বিষ পানে লাল মিয়া (৪৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (৪ মার্চ) দুপুরে মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন অতিরিক্ত পুলিশ সুপার (পাথরঘাটা সার্কেল) তোফায়েল আহম্মেদ।
তিনি জানান, সোমবার ভোর রাতে উপজেলার কাকচিড়া ইউনিয়নের হরিদ্রা এলাকায় এঘটনা ঘটে। মৃত লাল মিয়া একই এলাকার মৃত ইসমাইল ঘরামির ছেলে।
স্বজনরা জানান, নদিতে মাছ ধরাতে যাওয়ার সময় স্থানীয় এক জেলে লাল মিয়াকে বাড়ির পাশে বিলের মধ্যে অচেতন অবস্থায় পরে থাকতে দেখেন। তাৎক্ষনিক পরিবারের লোকজনকে খবর দিলে তারা এসে তাকে উদ্ধার করে বরগুনা হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। পরিবারের ধারনা লালমিয়া বিষপান করেছিলেন।
স্থানীয় ইউপি চেয়ারম্যান আলাউদ্দীন পল্টু বলেন, আমি খবর শুনে পুলিশকে বিষয়টি জানানোর পর তারা এসে উদ্ধার করে থানায় নিয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার (পাথরঘাটা সার্কেল) তোফায়েল আহম্মেদ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরগুনায় মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্টের পর বলা যাবে কি কারণে তার মৃত্যু হয়েছে।