বরগুনার পাথরঘাটায় বলেশ্বর নদীর পাড় থেকে এক নবজাতকের মরদেহ উদ্ধার করা হয়েছে। রবিবার (৩ এপ্রিল) সকালে বলেশ্বর নদীর বিহঙ্গ দ্বীপ সংলগ্ন রুহিতা এলাকা থেকে মরদেহটি উদ্ধার করে স্থানীয় জেলেরা।
প্রত্যক্ষদর্শী জেলেরা জানান, সকালে বলেশ্বর নদীর বিহঙ্গ দ্বীপ সংলগ্ন রুহিতা এলাকায় মাছ শিকার করতে গিয়ে জেলেরা নবজাতকের মরদেহটি দেখতে পায়। খবরটি ছড়িয়ে পড়লে স্থানীয় উৎসুক জনতা মরদেহটি দেখতে ভিড় করেন।
জেলে ইব্রাহিম বলেন, প্রতিদিনের মতো আজ সকালেও মাছ শিকার করার জন্য বলেশ্বর নদীর দিকে যাচ্ছিলাম। এ সময় শিশুর মতো কিছু একটা ভাসতে দেখতে পাই।
আরেক জেলে ইউসুফ বলেন, মাছ শিকার করতে যাওয়ার পথে শিশুর মতো কিছু একটা ভাসতে দেখি। কিছুক্ষণ পর ভাটায় পাড়ে আটকে গেলে কাছাকাছি গিয়ে দেখতে পাই নবজাতক এক মেয়ে শিশুর মরদেহ।
পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল বাশার বলেন, খবর শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ধারণা করা হচ্ছে কেউ ট্রলারে করে মরদেহটি এনে এখানে ফেলে গেছে।