বরগুনার পাথরঘাটায় পরিত্যক্ত একটি বাড়ি থেকে অস্ত্র, গোলাবারুদ ও এক’শ গ্রাম গাঁজা উদ্ধার করেছে পাথরঘাটা থানা পুলিশ।
বৃহস্পতিবার (৩১ মার্চ) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার সদর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের জাফর হাজির একটি পরিত্যক্ত ঘর থেকে এগুলো উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রুহিতা গ্রামের একটি পরিত্যক্ত ঘরে অভিমান চালায় পাথরঘাটা থানা পুলিশের একটি দল। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ঘর থেকে পালিয়ে যায় দুষ্কৃতকারীরা। পরে ঘরে তল্লাশি চালিয়ে একটি পাইপগান, এক রাউন্ড গুলি, এক রাউন্ড গুলির খোসা এবং এক’শ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
এ বিষয়ে পাথরঘাটা থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল বাশার বলেন, এ ঘটনায় থানায় মামলার পস্তুতি চলছে। এছাড়াও সন্দেহভাজনদের গ্রেফতারে অভিযান শুরু করেছে পুলিশ।