ঢাকাবুধবার, ২৭শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, সকাল ৮:৫১
আজকের সর্বশেষ সবখবর

দুস্কৃতিকারীরা পালাল, অস্ত্র-গোলাবারুদ ও গাঁজা উদ্ধার

পাথরঘাটা প্রতিনিধি
এপ্রিল ১, ২০২২ ৯:৫০ পূর্বাহ্ণ
পঠিত: 148 বার
Link Copied!

বরগুনার পাথরঘাটায় পরিত্যক্ত একটি বাড়ি থেকে অস্ত্র, গোলাবারুদ ও এক’শ গ্রাম গাঁজা উদ্ধার করেছে পাথরঘাটা থানা পুলিশ।

বৃহস্পতিবার (৩১ মার্চ) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার সদর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের জাফর হাজির একটি পরিত্যক্ত ঘর থেকে এগুলো উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রুহিতা গ্রামের একটি পরিত্যক্ত ঘরে অভিমান চালায় পাথরঘাটা থানা পুলিশের একটি দল। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ঘর থেকে পালিয়ে যায় দুষ্কৃতকারীরা। পরে ঘরে তল্লাশি চালিয়ে একটি পাইপগান, এক রাউন্ড গুলি, এক রাউন্ড গুলির খোসা এবং এক’শ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

এ বিষয়ে পাথরঘাটা থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল বাশার বলেন, এ ঘটনায় থানায় মামলার পস্তুতি চলছে। এছাড়াও সন্দেহভাজনদের গ্রেফতারে অভিযান শুরু করেছে পুলিশ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।