ঢাকামঙ্গলবার, ৬ই জুন, ২০২৩ খ্রিস্টাব্দ, রাত ১১:০৮
আজকের সর্বশেষ সবখবর

৫৫৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক

দৈনিক সৈকত সংবাদ
মার্চ ২৭, ২০২২ ৯:৩২ অপরাহ্ণ
পঠিত: 451 বার
Link Copied!

বরগুনার পাথরঘাটায় ৫৫৫ পিস ইয়াবাসহ মিজান (২৩) নামের এক মাদক বিক্রেতাকে আটক করেছে পাথরঘাটা কোস্টগার্ড।

রবিবার (২৭ মার্চ) দুপুর আড়াই টার দিকে পাথরঘাটা উপজেলার কাটাখলী সংলগ্ন এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক মিজান বরগুনা সদর উপজেলার ১০নং নলটোনা ইউনিয়নের গোলবুনিয়া গ্রামের মো. সুলতানের ছেলে।

কোস্টগার্ড পাথরঘাটা স্টেশন কন্টিজেন্ট কমান্ডার এম জমির হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পাথরঘাটা উপজেলার কালমেঘা ইউনিয়নে কাটাখালি এলাকার সড়ক দিয়ে কোমরের লুঙ্গিতে মুড়িয়ে বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাওয়ার সময় ৫৫৫ পিস ইয়াবাসহ মিজানকে হাতেনাতে আটক করা হয়। পরে তাকে পাথরঘাটা থানায় হস্তান্তর করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।