বরগুনার পাথরঘাটায় ৪০০ কেজি হাঙরের বাচ্চাসহ দুইজনকে আটক করেছে কোস্টগার্ড।
বুধবার (১৬ মার্চ) রাত ১১টার দিকে একটি মালবাহী গাড়ি তল্লাশি করে হাঙরের বাচ্চাসহ তাদের আটক করা হয়।
কোস্টগার্ডের পাথরঘাটা স্টেশনের কন্টিজেন্ট কমান্ডার এম জমির হোসেন (সিপিও) এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, বুধবার রাত ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে তালতলা বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে একটি মালবাহী গাড়ি থেকে ৪০০ কেজি হাঙরের বাচ্চা জব্দ করা হয়। এসময় দুই ব্যক্তিকে আটক করা হয়েছে।
পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা এবং বন বিভাগের স্থানীয় রেঞ্জ কর্মকর্তার উপস্থিতিতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের ৫ হাজার টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয় এবং হাঙরের বাচ্চাগুলো মাটি চাপা দিয়ে ধ্বংস করা হয়েছে।