বরগুনায় ৪০৫ পিস ইয়াবা ও ১শ গ্রাম গাঁজাসহ এক মাদক বিক্রেতাকে আটক করেছে বরগুনা জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।
বুধবার (১৬ মার্চ) রাত পৌনে ১১টার দিকে বরগুনা জেলা পুলিশের ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়।
আটককৃত হলেন- পাথরঘাটা উপজেলার চরদুয়ানী ইউনিয়নের ছহেরাবাদ এলাকার মো. দুলাল মিয়ার ছেলে মো. মামুন (৩২)।
পুলিশ জানায়, বুধবার সন্ধ্যা ৬টার দিকে পাথরঘাটা উপজেলার চরদুয়ানী ইউনিয়নের ছহেরাবাদ এলাকার গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় জেলা পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) সদস্যরা। এসময় মাদক বিক্রেতা মো. মামুনকে ৪০৫ পিস ইয়াবা ও ১০০ গ্রাম গাঁজাসহ আটক করা হয়।
পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাসার জানান, আটক মামুনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পাথরঘাটা থানায় মামলা হয়েছে। তাকে জেল হাজতে পাঠানোর পস্তুতি চলছে।