বরগুনার বলেশ্বর নদীতে অভিযান চালিয়ে ব্যবহার নিষিদ্ধ ২০টি বেহুন্দী জাল জব্দ করা হয়েছে।
শুক্রবার (১৫ এপ্রিল) দুপুরের দিকে জালগুলো জব্দ করে কোস্টগার্ড পাথরঘাটা স্টেশনের সদস্যরা। পরে বিকেলে তা পুড়িয়ে ফেলা হয়।
এ তথ্য নিশ্চিত করেছেন কোস্টগার্ড পাথরঘাটা স্টেশন কন্টিজেন্ট কমান্ডার এম জমির হোসেন।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সকাল থেকে দুপুর পর্যন্ত অভিযান চালিয়ে ২০টি বেহুন্দী জাল জব্দ করা হয়। বিকেলে উপজেলা মৎস্য বিভাগের উপস্থিতিতে জালগুলো পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে।
বরগুনা মৎস্য কর্মকর্তা বিশ্বজিৎ কুমার দেব বলেন, ব্যবহার নিষিদ্ধ জালের উপরে কোস্টগার্ড ও মৎস বিভাগের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।