বরগুনার পাথরঘাটায় প্রেমিকার বাড়ির উঠানে বিষপান করে বিপ্লব নামে এক যুবকের মৃত্যু হয়েছে। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। শুক্রবার (৮ এপ্রিল) রাতে উপজেলার সদর ইউনিয়নের পদ্মা গ্রামে এ ঘটনা ঘটে।
মৃত বিপ্লব (৩৫) বরগুনা সদর উপজেলার নলটোনা ইউনিয়নের চন্দ্র কান্তের ছেলে।
পুলিশ জানয়, বরগুনার পাথরঘাটায় পদ্মা গ্রামের ওই তরুণীর সঙ্গে প্রেমের সম্পর্ক ছিলো বিপ্লবের। তাদের মধ্যে মনমালিন্য সৃষ্টি হয়। একপর্যায়ে অভিমান করে শুক্রবার রাত ৮টার দিকে প্রেমিকার বাড়ির উঠানে বিষপান করেন বিপ্লব। পরে বাড়ির উঠানে অচেতন অবস্থায় ওই তরুণীর বাবা বিপ্লবকে দেখতে পান। তিনি বিপ্লবকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে পাথরঘাটা থানার থানা উপপরিদর্শক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসেন। শনিবার (৯ এপ্রিল) পাথরঘাটা থানা উপপরিদর্শক সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
এদিকে পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাশার বলেন, মরদেহের সুরতহাল করা হয়েছে। ময়নাতদন্তের জন্য আজ (শনিবার) সকালে বরগুনা মর্গে পাঠানো হয়েছে।