বরগুনার পাথরঘাটায় পুকুরে ভাসমান অবস্থায় মারিয়া (৩) নামের এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।
বুধবার (৮ জুন) বিকালে এ তথ্য নিশ্চিত করেন পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল বাশার।
তিনি জানান, বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার চরদুয়ানি ইউনিয়নের তাফালবাড়িয়া এলাকায় এঘটনা ঘটে। মৃত শিশু মারিয়া একই গ্রামের সিদ্দিকুর রহমানের মেয়ে।
স্বজনরা জানান, সকাল ১০টার দিকে বাড়ির আঙ্গিনায় খেলতে গিয়ে সবার অজান্তে পুকুরে পড়ে যায় মারিয়া। অনেক খোজাখুজির পর পুকুরে ভাসতে দেখে শিশুটির বাবা। তাৎক্ষনিক তিনি শিশুটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকরা শিশুটিকে মৃত ঘোষনা করেন। শিশু সন্তানকে হারিয়ে মা-বাবা বাকরুদ্ধ হয়ে পড়েছেন।
পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল বাশার জানান, খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে।