বরগুনার পাথরঘাটায় কোস্টগার্ডের অভিযানে বলেশ্বর নদী থেকে ৩০টি বেহুন্দি ও ৫টি চিংড়ি জালসহ ৫ জনকে আটক করেছে।
রবিবার (২৪ এপ্রিল) বলেশ্বের নদে অভিযান চালিয়ে এগুলো জব্দ করে। পরে ৫ জনকে জরিমানা করে ছেড়ে দেয়া হয় এবং জালগুলো আগুনে পুড়িয়ে নষ্ট করা হয়।
কোস্টগার্ডের পাথরঘাটা ষ্টেশন কমান্ডার লে. এইচ এম এম হারুন অর রশিদ জানান, বলেশ্বর নদীতে নিয়মিত অভিযানের অংশ হিসেবে পদ্মা এলাকায় অবৈধ জালগুলো জব্দ করা হয়। জব্দকৃত জালের মূল্য হবে প্রায় ১৬ লাখ টাকা। অভিযানের সময় ৫ জনকে আটক করা হয়।
আটককৃত জেলেরা হলেন- পাথরঘাটার রুহিতা গ্রামের আনোয়ার হোসেনের ছেলে মোস্তফা, মো. মোস্তফার ছেলে মো. মিজান, আইউব আলীর ছেলে আবু তালেব, বড় টেংরা গ্রামের বাবুল মুন্সির ছেলে ফোরকান ও মো. কালু মিয়ার ছেলে মো. রাকিব।
পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৫ জনকে ৫ হাজার টাকা জরিমানা করা হয় এবং জালগুলো আগুনে পুড়িয়ে নষ্ট করা হয়।