বরগুনার পাথরঘাটায় ৬০ কেজি (দেড় মন) হাঙরের বাচ্চা ও ১০কেজি শাপলাপাতা মাছসহ ৫ জনকে আটক করা হয়েছে।
শনিবার (২৩ এপ্রিল) সকালে একটি কাঠের বোট তল্লাশি করে হাঙরের বাচ্চা ও শাপলাপাতা মাছসহ তাদের আটক করে কোস্টগার্ড।
কোস্টগার্ডের পাথরঘাটা স্টেশন কমান্ডার লে. এইচ এম এম হারুন আর রশীদ এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, শনিবার সকাল ৮টার দিকে অভিযান চালিয়ে বিষখালী নদী সংলগ্ন পাথরঘাটা খাল থেকে চার ভাই বোন নামে একটি কাঠের বোট থেকে ৬০ কেজি (দেড় মন) হাঙরের (প্রীতাম্বরী গিটার ফিস) বাচ্চা ও ১০কেজি শাপলাপাতা মাছ জব্দ করা হয়।
কোস্টগার্ডের পাথরঘাটা স্টেশন কমান্ডার লে. এইচ এম এম হারুন আর রশীদ বলেন, অভিযানে ৫ জেলেকে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তিন হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয় এবং জব্দ মাছগুলো বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে।
বরগুনা জেলা মৎস্য কর্মকর্তা বিশ্বজিৎ কুমার দেব বলেন, হাঙর ও শাপলাপাতা নিধন সম্পূর্ণ বেআইনী। কোস্টগার্ড ও মৎস্য বিভাগের এমন অভিযান অব্যাহত থাকবে।