বরগুনা পৌর শহরে এক আইনজীবীর বিরুদ্ধে ঘর থেকে তাড়িয়ে দিয়ে গেটে তালা দিয়ে রাখার অভিযোগ এনেছেন ওই আইনজীবীর স্ত্রী ও সন্তান।
আইনজীবী স্বামীর নির্যাতন সইতে না পেরে তার বিরুদ্ধে মামলা করেন স্ত্রী। বর্তমানে ওই মামলা তুলে নেয়ার জন্য চাপ সৃষ্টি করতেই এমনটা করেছেন ওই আইনজীবী অভিযোগ স্ত্রী-সন্তানের।
ঘটনাটি ঘটেছে বরগুনা পৌর শহরের কলেজিয়েট হাইস্কুল সড়কে। ভুক্তভোগী ওই নারীর নাম জিনাত আরা বেগম (৫৫)। তিনি কলেজিয়েট সরকারি বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা। অভিযুক্ত স্বামী আইনজীবী আবদুল মালেক।
জিনাতের অভিযোগ, একে একে ৭ বিয়ে করেছেন তার স্বামী। যৌতুকের টাকা দিতে না পেরে নির্যাতনের শিকার হয়ে মামলা করায় তাকে (প্রথম স্ত্রী) বাড়িতে ঢুকতে দিচ্ছেন স্বামী।
বাড়িতে ঢুকতে না পেরে ‘৯৯৯’ এ কল দিলে পুলিশ ঘটনাস্থলে পৌছে। অভিযুক্ত মালেক এপর্যন্ত সাতটি বিয়ে করেছেন বলে জানা যায়। বর্তমানে তিনি তার সপ্তম স্ত্রীর সাথে থাকছেন।
যোগাযোগের চেষ্টা করেও এবিষয়ে ওই আইনজীবীর কোন বক্তব্য পাওয়া যায়নি। তবে ভুক্তভোগী মা-ছেলের পাশে থাকার কথা জানিয়েছেন বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলী আহম্মেদ।