দ্বীপ্ত সংগ্রাম মুখর এক স্বাধীনতার ইতিহাস,
বঙ্গবন্ধু মুজিব দিয়েছেন প্রেরণা ও সাহস।
বায়ান্নর ভাষা আন্দোলনে বঙ্গবন্ধু মুজিব,
দিয়েছেন নির্দেশনা, করেছেন সজীব।
বঙ্গবন্ধুর ৬ দফা বাঙালির মুক্তির সনদ,
কাঁপিয়েছিলো পাকিস্তানিদের মসনদ।
সত্তরের নির্বাচনে বঙ্গবন্ধুর নিরঙ্কুশ বিজয়,
শৃঙ্খল ভেঙে করেছে স্বাধীনতার সূর্যোদয়।
একাত্তরের সাতই মার্চ বঙ্গবন্ধুর বজ্রকণ্ঠ,
পাকিস্তানি হায়েনাদের করেছে লণ্ডভণ্ড।
ছাব্বিশে মার্চ বঙ্গবন্ধুর স্বাধীনতার ঘোষণা
বাংলাদেশ পেয়েছে লাল সবুজের নিশানা।
পরম প্রাপ্তিতে আজ স্বাধীনতার পঞ্চাশ,
বিশ্বের বুকে মাথা উঁচু করে বাংলাদেশ।
উন্নয়নের মহাসড়কে অদম্য-সাহসী পথচলা,
লক্ষ্য একটাই বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা।
সুবর্ণ জয়ন্তীতে বাঙালির হৃদয়ে একটি নাম
হে মহান নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।