বাংলা মায়ের শ্রেষ্ঠ ছেলে
ডাকতো সবাই খোকা,
কেউ পারেনি দিতে তাঁকে
চলা ফেরায় ধোঁকা।
মা’ মাটি আর দেশের জন্য
ছিলো অগাধ টান,
তাইতো সদা প্রস্তুত ছিলেন
বিলিয়ে দিতে প্রাণ।
পশ্চিমাদের শাসন শোষণ
বিষিয়ে তুলে মন,
মুক্ত হাওয়ায় থাকতে বেঁচে
ভাবেন সারাক্ষণ।
সাতই মার্চে মুজিব খোকা
দিলেন যুদ্ধের ডাক,
মাতৃভূমি করবো স্বাধীন
যতোই বাঁধা থাক।
দীর্ঘ নয়মাস যুদ্ধ করে
পেয়েছি একটি দেশ,
সুজলা সুফলা শেখ মুজিবের
স্বপ্নের বাংলাদেশ।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।