ছোট বেলা মানে আনন্দময়
ভালো কেটেছে সময়!
দিনগুলো ভালোবাসা আর মমতাময়
আবার কারোর ভয়!
সবচেয়ে মজার, দারুণ কেটেছে
ছোট বেলার ঐ বিদ্যালয়।
সকালে ঘুম থেকে উঠে
মুঠখানি মুড়ি খেয়ে।
কিছু সময় পড়ে নিতাম
পাতার চাটি বিছিয়ে।
সেই ভোর আজও ভাবায়
ছোট বেলার ঐ বিদ্যালয়।
একটু খানিক পড়ার পড়ে
পান্তা ভাতের নাস্তা খেয়ে
সবাই মিলে রওনা দিতাম
আমাদের সেই বিদ্যালয়ে।
আজও মিস করি তোমায়
ছোট বেলার ঐ বিদ্যালয়।
মিষ্টি রোদে ভোরের হাওয়া
সবাই মিলে চলছি।
পাড়ার সকল ছেলে আর মে
কত কথাই বলছি।
সে সব দিন পাইগো কোথায়?
ছোট বেলার ঐ বিদ্যালয়।
মাঝে মাঝে খুব ঝগড়া হতো
কখনো হতো আড়ি।
ছুটির পরে সবাই মিলে
যেতাম আবার বাড়ি।
সেই দিনগুলো লুকিয়েছে কোথায়?
ছোট বেলার ঐ বিদ্যালয়।
আজকে আমার সব হয়েছে
নাইতো কিছুর কমতি।
সেই বন্ধুগুলো কোথায় পাবো
রয়েছে জুড়ে স্মৃতি।
খুব মিস করি তোমায়
ছোট বেলার ঐ বিদ্যালয়।