ঢাকাবুধবার, ৭ই জুন, ২০২৩ খ্রিস্টাব্দ, রাত ১০:৩০
আজকের সর্বশেষ সবখবর

ছোট বেলার বিদ্যালয়

আবুল হাসান বাউফলী
মার্চ ২৯, ২০২২ ৫:১৭ অপরাহ্ণ
পঠিত: 164 বার
Link Copied!

ছোট বেলা মানে আনন্দময়
ভালো কেটেছে সময়!
দিনগুলো ভালোবাসা আর মমতাময়
আবার কারোর ভয়!
সবচেয়ে মজার, দারুণ কেটেছে
ছোট বেলার ঐ বিদ্যালয়।

সকালে ঘুম থেকে উঠে
মুঠখানি মুড়ি খেয়ে।
কিছু সময় পড়ে নিতাম
পাতার চাটি বিছিয়ে।
সেই ভোর আজও ভাবায়
ছোট বেলার ঐ বিদ্যালয়।

একটু খানিক পড়ার পড়ে
পান্তা ভাতের নাস্তা খেয়ে
সবাই মিলে রওনা দিতাম
আমাদের সেই বিদ্যালয়ে।
আজও মিস করি তোমায়
ছোট বেলার ঐ বিদ্যালয়।

মিষ্টি রোদে ভোরের হাওয়া
সবাই মিলে চলছি।
পাড়ার সকল ছেলে আর মে
কত কথাই বলছি।
সে সব দিন পাইগো কোথায়?
ছোট বেলার ঐ বিদ্যালয়।

মাঝে মাঝে খুব ঝগড়া হতো
কখনো হতো আড়ি।
ছুটির পরে সবাই মিলে
যেতাম আবার বাড়ি।
সেই দিনগুলো লুকিয়েছে কোথায়?
ছোট বেলার ঐ বিদ্যালয়।

আজকে আমার সব হয়েছে
নাইতো কিছুর কমতি।
সেই বন্ধুগুলো কোথায় পাবো
রয়েছে জুড়ে স্মৃতি।
খুব মিস করি তোমায়
ছোট বেলার ঐ বিদ্যালয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।