ঢাকারবিবার, ২৮শে মে, ২০২৩ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৬:৫৪
আজকের সর্বশেষ সবখবর

সূর্য অথবা ফুল

ইশানী জাহান মৌরী
মার্চ ২৮, ২০২২ ১০:০৫ পূর্বাহ্ণ
পঠিত: 543 বার
Link Copied!

নিয়তির জীবনচক্র মেনে পথ চলা শুরু করেছিলাম,
একটা সূর্যের দিনে,
প্রশস্ত দীঘল পথ
দিগন্তের ধূসর দেয়াল
এ পথেই সূর্য ওঠে,
সূর্য ফোটে
সূর্য নামে, সূর্য ডোবে!
সূর্যটা উর্বর আলো দিয়ে চলে
ঝরঝরে দিন সাজাবার জন্য
পৃথিবী সাজায় বাসর!
গাছ পাখি নদী সাগর
মেঘের আলো আধারি সব কিছু নিয়ে
সমান্তরালে চলেছি,
চলেছি অনন্ত সময়ের হাত ধরে পাশাপাশি।
কোথায় নিঃশেষ হবে
এই পথ জানবার প্রশ্ন জাগেনি কখনও!
দিনের শৈশব কৈশোর পেরিয়ে এসে গেছি,
মধ্য দুপুরে তৃষ্ণার্ত খরতাপ আর নোনা জল
আমার হৃদয় বিগ্রহে একে চলছে!

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।