ঢাকাসোমবার, ২রা অক্টোবর, ২০২৩ খ্রিস্টাব্দ, ভোর ৫:০২
আজকের সর্বশেষ সবখবর

হাদিসুরের মরদেহ দেশে আসছে

নিজস্ব প্রতিনিধি
মার্চ ১২, ২০২২ ১:০০ পূর্বাহ্ণ
পঠিত: 482 বার
Link Copied!

ইউক্রেন ও রাশিয়ায় যুদ্ধের সংঘাতে বাংলাদেশি ‘এমভি বাংলার সমৃদ্ধি’ জাহাজে কর্মরত থার্ড ইঞ্জিনিয়ার নিহত হাদিসুর রহমানের আগামি ১৩ মার্চ বাংলাদেশে আসছে। পররাষ্ট্র মন্ত্রনালয় সূত্রে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।

শুক্রবার (১১ মার্চ) বিকেলে এক ফেসবুক স্ট্যাটাসে পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রতিমন্ত্রী লিখেছেন, নিহত থার্ড ইঞ্জিনিয়ার মো. হাদিসুর রহমানের মৃতদেহ ইউক্রেন থেকে মালদোভা পৌঁছেছে। আশা করছি সকাল নাগাদ রুমানিয়ার রাজধানী বুখারেস্টে পৌঁছাবে। সেখানে কিছু দাপ্তরিক কাজ শেষে ১৩-১৪ তারিখ বাংলাদেশে পৌঁছাবে।

নিহত হাদিসুরের পরিবারের সদস্যরা বৃহস্পতিবার বিকেলে ঢাকা থেকে গ্রামে বাড়িতে এসেছে। হাদিসুরের মরদেহ পেতে ছোট ভাই গোলাম মাওলা প্রিন্স ঢাকায় অবস্থান করছেন।

বেতাগী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সুহৃদ সালেহীন জানান, পররাষ্ট্র মন্ত্রনালয়ের এক নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, নিহত নাবিক হাদিসুর রহমান আরিফের লাশ ১৩ মার্চের মধ্যে বাংলাদেশে আসবে।’

এবিষয় বেতাগী উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মাকসুদুর রহমান ফোরকান বলেন,’ আমাকে পররাষ্ট্র মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম জানিয়েছেন, নিহত হাদিসুরের মরদেহ আগামি ১৩ মার্চ বাংলাদেশে আসবে। ‘

তিনি আরো জানান, হাদিসের মরদেহ ইউক্রেনে থেকে মালদোভায় আজ নেওয়া হয়েছে। আগামিকাল শনিবার মালদোভা থেকে রোমানিয়া নেওয়া হবে এবং সেখান থেকে কিছু দাপ্তরিক কাজ সম্পন্ন করে আগামি ১৩ মার্চ সন্ধ্যার মধ্য মরদেহ হযরত শাহজাজাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌছানোর সম্ভবনা রয়েছে।’

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।