ঢাকারবিবার, ১লা অক্টোবর, ২০২৩ খ্রিস্টাব্দ, সকাল ৮:৫৫
আজকের সর্বশেষ সবখবর

হাদিসুরের বাড়িতে এসপি, পাশে থাকার আশ্বাস

বেতাগী প্রতিনিধি
মার্চ ১১, ২০২২ ১২:৪৯ পূর্বাহ্ণ
পঠিত: 119 বার
Link Copied!

ইউক্রেন রকেট হামলায় নিহত ‘বাংলার সমৃদ্ধি’ জাহাজের নিহত নাবিক হাদিসুরের বাড়ি বরগুনার বেতাগী উপজেলার কদমতলা গ্রামে স্বজনদের সমবেদনা জানাতে আসেন বরগুনার পুলিশ সুপার জাহাঙ্গীর মল্লিক।

বৃহস্পতিবার (১০ মার্চ) দুপুর দেড়টায় তিনি হাদিসুরের বাড়িতে পৌঁছেন।

এ সময় হাদিসুরের চাচা উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মাকসুদুর রহমান ফোরকান ও হাদিসুরের বড় বোন সিনিয়র ষ্টাফ নার্স সানজিদা বেগমসহ অন্য স্বজনদের সাথে কথা বলেন।

পুলিশ সুপার জাহাঙ্গীর মল্লিক বলেন, এ মার্মন্তিক মৃত্যুর শোক জানানোর ভাষা আমার জানা নেই। তবুও রাষ্ট্রের একজন সেবক হিসেবে ও মানবতার টানে এখানে এসেছি। পুলিশের পক্ষ থেকে সবধরনের সহযোগিতার হাত প্রসারিত ও অব্যাহত থাকবে।

এসময় বেতাগী থানার অফিসার ইনচার্জ মো. শাহআলম হাওলাদার, স্থানীয় সিনিয়র গণমাধ্যমকর্মি সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।