ঢাকারবিবার, ২৮শে মে, ২০২৩ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৭:১১
আজকের সর্বশেষ সবখবর

গ্ৰীন লাইনের ঢেউয়ে ডুবল ট্রলার

বরিশাল প্রতিনিধি
মার্চ ১৩, ২০২২ ৬:৩০ অপরাহ্ণ
পঠিত: 411 বার
Link Copied!

বরিশালের কীর্তনখোলা নদীতে ঢাকাগামী এমভি গ্ৰীন লাইন লঞ্চের ঢেউয়ে যাত্রীবাহী একটি ট্রলার ডুবির ঘটনা ঘটেছে।

রবিবার (১৩ মার্চ) বিকেল তিনটার দিকে কীর্তনখোলা নদীর মোহাম্মদপুর নামক এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

বরিশাল সদর নৌ পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসনাত জামান জানান, বরিশাল থেকে অর্ধশতাধিক যাত্রী নিয়ে একটি ট্রলার হিজলার দিকে যাচ্ছিল। কিছুদূর যাওয়ার পর বিপরীত দিক থেকে আসা এমভি গ্ৰীন লাইনের ঢেউয়ে ট্রলারটি ডুবে যায়।

ওসি হাসনাত জামান আরও জানান, দুর্ঘটনার সঙ্গে সঙ্গে পাশের একটি ট্রলার দ্রুত ডুবে যাওয়া ট্রলারের যাত্রীদের উদ্ধার করায় কারো কোনো ক্ষতি হয়নি। এছাড়া কেউ আহত বা নিখোঁজও হননি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।