ঢাকাবুধবার, ৭ই জুন, ২০২৩ খ্রিস্টাব্দ, রাত ৯:২১
আজকের সর্বশেষ সবখবর

গণহত্যা দিবসে আলোচনা সভা

বেতাগী প্রতিনিধি
মার্চ ২৫, ২০২২ ৫:০৬ অপরাহ্ণ
পঠিত: 411 বার
Link Copied!

বরগুনার বেতাগীতে গণহত্যা দিবসে উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার সকাল ১০ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভার সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সুহৃদ সালেহীন।

বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মাকসুদুর রহমান ফোরকান, ভাইস চেয়ারম্যান আমিরুল ইসলাম পিন্টু, মুক্তিযোদ্ধা মোতালেব সিকদার, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শহীদুর রহমান, বেতাগী গার্লস স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. রফিকুল আমীন, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও প্রেসক্লাবের সভাপতি মো. মিজানুর রহমান মজনু।

সভার শুরুতে পবিত্র কুরআন পাঠ করেন সহকারি শিক্ষক আশরাফুল ইসলাম এবং গীতা পাঠ করেন প্রেসক্লাবের সভাপতি স্বপন কুমার ঢালী।

সভা সঞ্চালনা করেন উপজেলা স্কাউটস সম্পাদক মো. লুৎফর রহমান স্বপন।

সভায় উপজেলার সরকারি, বেসরকারি প্রতিষ্ঠানে কর্মকর্তা, শিক্ষক ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।