বরগুনার বেতাগীতে গণহত্যা দিবসে উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকাল ১০ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভার সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সুহৃদ সালেহীন।
বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মাকসুদুর রহমান ফোরকান, ভাইস চেয়ারম্যান আমিরুল ইসলাম পিন্টু, মুক্তিযোদ্ধা মোতালেব সিকদার, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শহীদুর রহমান, বেতাগী গার্লস স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. রফিকুল আমীন, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও প্রেসক্লাবের সভাপতি মো. মিজানুর রহমান মজনু।
সভার শুরুতে পবিত্র কুরআন পাঠ করেন সহকারি শিক্ষক আশরাফুল ইসলাম এবং গীতা পাঠ করেন প্রেসক্লাবের সভাপতি স্বপন কুমার ঢালী।
সভা সঞ্চালনা করেন উপজেলা স্কাউটস সম্পাদক মো. লুৎফর রহমান স্বপন।
সভায় উপজেলার সরকারি, বেসরকারি প্রতিষ্ঠানে কর্মকর্তা, শিক্ষক ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।