ঢাকামঙ্গলবার, ৬ই জুন, ২০২৩ খ্রিস্টাব্দ, রাত ৯:১২
আজকের সর্বশেষ সবখবর

বরগুনায় সিবিডিপি’র দুদিনের প্রশিক্ষন কর্মশালা অনষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি
মার্চ ১৮, ২০২২ ৮:২৪ অপরাহ্ণ
পঠিত: 431 বার
Link Copied!

বরগুনার অন্যতম উন্নয়ন সংস্থা সিবিডিপি’র আয়োজনে সংস্থার মনোন্নয়নে সিবিডিপি পরিচালনা পর্ষদের দক্ষতা উন্নয়ন বিষয়ক দুদিনের প্রশিক্ষন কর্মশালা অনষ্ঠিত হয়েছে।
কর্মশালায় প্রধান অতিথি ছিলেন, সমাজ সেবা অধিদপ্তর বরগুনা জেলার  উপপরিচালক কাজী মো.ইব্রাহিম।
সিবিডিপির সভাপতি চিত্ত রঞ্জন শীলের সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বরগুনা প্রেসক্লাবের সভাপতি অ্যাড. সঞ্জীব দাস, সাধারণ সম্পাদক অ্যাড. সোহেল হাফিজ।  সিবিডিপি’র নির্বাহী পরিচালক জাকির হোসেন মিরাজের সঞ্চালনায় কর্মশালায় বক্তব্য রাখেন,  হোমিওপ্যাতিক কলেজের অধ্যক্ষ আবুল কালাম আজাদ, সেবা অফিসের বরগুনা পৌর সভায় কর্মরত সুজা উদ্দিন বিপ্লব প্রমুখ।
কর্মশালায়  সিবিডিপির কর্মসুচীর বিস্তারিত তুলে ধরেন,প্রকল্প কর্মকর্তা মো. মেজবাহ উদ্দিন, রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন গোলাম মোহাম্মদ।
কর্মশালায় সিবিডিপি পরিচালনা পর্ষদের সদস্যরা অংশ গ্রহন করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।