ঢাকাসোমবার, ২রা অক্টোবর, ২০২৩ খ্রিস্টাব্দ, রাত ৪:৩৫
আজকের সর্বশেষ সবখবর

মাদক ও মোবাই আসক্তি প্রতিরোধে ফুটবল টুর্ণামেন্ট

নিজস্ব প্রতিবেদক
জুলাই ৩, ২০২২ ১২:০৪ পূর্বাহ্ণ
পঠিত: 203 বার
Link Copied!

কিশোরদের মোবাইল ফোন আসক্তি ও মাদক থেকে দূরে রাখতে বরগুনার বেতাগীতে ফুটবল টুর্ণামেন্ট অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২ জুলাই) দুপুরে সরিষামুড়ি ইউনিয়নের ভোড়া হাতেম আলী মাধ্যামিক বিদ্যালয় মাঠে পরিবর্তন ক্রিড়া সংঘের সহযোগিতায় উপজেলা এনসিটিএফ এ খেলার আয়োজন করে।

এ সময় সবাই আনন্দ-উৎসবে মেতে উঠে। খেলায় নবম শ্রেণি একাদশ বানম দশম শ্রেণি একাদশ অংশগ্রহণ করে।খেলার ফলাফল ড্র হয়েছে। খেলা শেষে পুরস্কার বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন, ভোড়া হাতেম আলী মাধ্যমিক বিদ্যালয় প্রধান শিক্ষক মো. ফরিদ উদ্দিন।

আয়োজকেরা জানান, বর্তমান তরুণ ও কিশোররা দিনদিন মাদক ও মোবাইলে আসক্ত হয়ে ঝড়ে পড়ছে। এসব থেকে তাদের দূরে রাখতে নিয়মিত খেলাধুলার এমন আয়োজন করা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।