বরগুনায় একসঙ্গে তিনটি কন্যা সন্তানের জন্ম দিয়েছেন হাজেরা বেগম (২২) নামের এক গৃহবধূ।
মঙ্গলবার (৭ জুন) রাতে একটি বেসরকারি হাসপাতালে অস্ত্রোপচারের মাধ্যমে তিন কন্যা সন্তানের জন্ম দেন তিনি।
ওই নারী বরগুনা সদর উপজেলার বদরখালী ইউনিয়নের সৌদি প্রবাসি ইলিয়াস ফরাজির স্ত্রী।
ইলিয়াস ফরাজির ছোট ভাই লিয়াকত ফরাজি বলেন, ভাবীর শারীরিক অবস্থা দুর্বল দেখে বরিশালে ইসলামিয়া হাসপাতালে নিয়ে আসি। সেখানে সিজারের মাধ্যমে মঙ্গলবার রাতে তিন সন্তান জন্ম দেন তিনি।
বরিশাল ইসলামিয়া হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. মো. মাসুদ হোসাইন জানান, মা ও সন্তানদের শারীরিক অবস্থা ভালো। তারা সবাই সুস্থ আছেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।