যুগাবতার শ্রীশ্রী রামকৃষ্ণদেবের ১৮৭তম জন্মোৎসব ও দুইদিন ব্যাপী ধর্ম সম্মেলন শেষ হয়েছে সোমবার।
বরগুনা রামকৃষ্ণ সংঘের সভাপতি শিবু ঘোষের সভাপতিত্বে ধর্ম সম্মেলনে আলোচনা করেন, বরগুনা অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) পিজুস চন্দ্র দে, বরিশাল রামকৃষ্ণ মঠ ও মিশনের অধ্যক্ষ শ্রীমৎ স্বামী বিজিতাত্নানন্দ মহারাজ, চাঁদপুর রামকৃষ্ণ মিশনের অধ্যক্ষ স্বামী স্থিরাতাত্নানন্দ মহারাজ, ফরিদপুর রামকৃষ্ণ মিশন ও আশ্রমের প্রাক্তন অধ্যক্ষ স্বামী শিবপ্রিয়ানন্দ মহারাজ, বরগুনা জজ কোর্টের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট ভ‚বন চন্দ্র হালদার, বরগুনা সার্বজনীন আখড়া কমিটির সভাপতি সন্তোষ কর্মকার, সার্বজনীন আখড়া কমিটির সিনিয়র সহ-সভাপতি অমল কৃষ্ণ তালুকদার নন্দ, বরগুনা রামকৃষ্ণ সংঘের উপদেষ্ঠা ডাঃ ধীরেন্দ্র নাথ সরর্দার এবং সংকর কুমার রায়।
সোমবার পূজা ও মহা প্রসাদ বিতরনের মধ্যে দিয়ে শেষ হয় দুই দিন ব্যাপী যুগাবতার শ্রীশ্রী রামকৃষ্ণদেবের ১৮৭তম জন্মোৎসব ও ধর্ম সম্মেলনের।