বরগুনায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ছগির হাওলাদার (৩০) নামের এক ডক শ্রমিকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (৭ জুন) বিকালে এ তথ্য নিশ্চিত করেছেন বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আহম্মেদ।
তিনি জানান, মঙ্গলবার সকালে বরগুনা সদর উপজেলার ঢলুয়া ইউনিয়নের বড় পোটকা খালি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
মৃত ছগির হাওলাদার বরগুনা সদর উপজেলার বদরখালী ইউনিয়নের গুলিশাখালী এলাকার আব্দুল লতিফ মিয়ার ছেলে।
বদরখালী ইউনিয়নের চেয়ারম্যান মতিউর রহমান রাজা বলেন, ছগির তার বাবার সাথে বড় পোটকাখালি ডকে বৈদ্যুতিক কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলে মারা যান।
বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আহম্মেদ জানান, এঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।