ঢাকারবিবার, ১লা অক্টোবর, ২০২৩ খ্রিস্টাব্দ, সকাল ৭:৫৮
আজকের সর্বশেষ সবখবর

বরগুনায় বিএনপির ১০ কমিটি বিলুপ্তি

নিজস্ব প্রতিনিধি
জুন ২২, ২০২২ ১২:০৮ পূর্বাহ্ণ
পঠিত: 121 বার
Link Copied!

বরগুনা জেলা বিএনপির আওতাধীন ৬টি উপজেলা ও ৪টি পৌরসভার কমিটি বিলুপ্তি করেছে নবগঠিত জেলা বিএনপির আহ্বায়ক কমিটি।

জেলা বিএনপির সদস্য সচিব তারিকুজ্জামান টিটু সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, ১৮জুন জেলা বিএনপি কার্যালয়ে অনুষ্ঠিত বিএনপির আহ্বায়ক মাহবুবুল আলম ফারুক মোল্লার সভাপতিত্বে সভায় সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত নেয়া হয়।

দ্রুত সময়ের মধ্য এই সকল উপজেলা ও পৌর কমিটির কর্মীসভা করে নতুন কমিটি গঠন করার পাশাপাশি সরকার বিরোধী আন্দোলনের জন্য তৃণমূল কর্মীদের সংগঠিত করার বিষয় বর্ধিত সিদ্ধান্ত গৃহীত হয়।

সভায় বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-শ্রমবিষয়ক সম্পাদক, ফিরোজ-উজ-জামান মামুন, জেলা কমিটির যুগ্ম আহ্বায়ক, সালেহ ফারুক, অ্যাড. নুরুল আমিন, তালিমুল ইসলাম পলাশ, ফজলুল হক মাষ্টার প্রমূখ বক্তব্য রাখেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।