বরগুনা জেলা বিএনপির আওতাধীন ৬টি উপজেলা ও ৪টি পৌরসভার কমিটি বিলুপ্তি করেছে নবগঠিত জেলা বিএনপির আহ্বায়ক কমিটি।
জেলা বিএনপির সদস্য সচিব তারিকুজ্জামান টিটু সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, ১৮জুন জেলা বিএনপি কার্যালয়ে অনুষ্ঠিত বিএনপির আহ্বায়ক মাহবুবুল আলম ফারুক মোল্লার সভাপতিত্বে সভায় সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত নেয়া হয়।
দ্রুত সময়ের মধ্য এই সকল উপজেলা ও পৌর কমিটির কর্মীসভা করে নতুন কমিটি গঠন করার পাশাপাশি সরকার বিরোধী আন্দোলনের জন্য তৃণমূল কর্মীদের সংগঠিত করার বিষয় বর্ধিত সিদ্ধান্ত গৃহীত হয়।
সভায় বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-শ্রমবিষয়ক সম্পাদক, ফিরোজ-উজ-জামান মামুন, জেলা কমিটির যুগ্ম আহ্বায়ক, সালেহ ফারুক, অ্যাড. নুরুল আমিন, তালিমুল ইসলাম পলাশ, ফজলুল হক মাষ্টার প্রমূখ বক্তব্য রাখেন।