বরগুনার তালতলী উপজেলার ৫ টি ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।
বুধবার (১৫ জুন) সকাল ৮টা থেকে শুরু হয়ে একটানা বিকাল ৪টা পর্যন্ত এ নির্বাচনের ভোটগ্রহণ চলবে।
নির্বাচনে চেয়ারম্যান পদে ২৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এছাড়া সাধারণ সদস্য পদে ১৫২ জন এবং সংরক্ষিত পদে ৬২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
নির্বাচনে মোট ভোটার ৫৮ হাজার ৫৬০ জন। ভোট কেন্দ্র ৪৫টি।
এদিকে, নির্বাচন সুষ্ঠু রাখতে দুইজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে প্রত্যেক ইউনিয়নে আনসার, পুলিশ, র্যাব, বিজিবি, কোষ্টগার্ড, মোবাইল টিম ও স্টাইকিং ফোর্সসহ ৮টি ইউনিট কাজ করছে।
উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, তালতলীর পঁচাকোড়ালিয়া, ছোটবগী, নিশানবাড়িয়া, কড়াইবাড়িয়া, বড়বগী ও সোনাকাটা এই ৬টি নির্বাচনের তফসিল ঘোষনা করে ইসি। এর মধ্যে সোনাকাটা ইউনিয়নে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ না থাকায় সোমবার এক প্রজ্ঞাপনের মাধ্যমে নির্বাচন স্থগিত করে দেয় ইসি। বাকি ৫ ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।
এদিকে, সদর বরগুনার কেওড়াবুনিয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে সাধারণ সদস্য পদের উপ-নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এখানে ব্যালটে ভোটগ্রহণ চলছে।
অপরদিকে, রবিবার নির্বাচনের দুই দিন আগে বেতাগী উপজেলার কাজিরাবাদ ইউনিয়নের চেয়ারম্যান পদের উপ-নির্বাচন স্থগিত করে নির্বাচন কমিশন।
উপজেলা নির্বাচন কর্মকর্তা কাজী শহিদুল ইসলাম বলেন, আশা করছি বিগত সময়ের মতো এবারও সুষ্ঠু এবং অবাধ নির্বাচন হবে। সুষ্ঠু এবং শান্তিপূর্ণ নির্বাচন করতে পর্যাপ্ত সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন রয়েছে।