বরগুনায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ও জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এর জন্মজয়ন্তী উদযাপিত করা হয়েছে।
এ উপলক্ষে শনিবার (২৮ মে) সন্ধ্যায় বরগুনা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে জেলা প্রশাসনের সহযোগিতায় শিল্পকলা একাডেমী ও শিশু একাডেমী আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক হাবিবুর রহমান।
আলোচনা করেন- বরগুনা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রতাপ চন্দ্র বিশ্বাস, বরগুনা সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি অ্যাডভোকেট মো. শাহজাহান, পটুয়াখালী দুমকি জনতা কলেজের অধ্যক্ষ মাজেদা বেগম, দুমকি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ডিন মোস্তফা জামান আবুল।
অনুষ্ঠান পরিচালনা করেন জেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মনিরুজ্জামান মনির।
অনুষ্ঠানে শিশু একাডেমী ও শিল্পকলা একাডেমীর শিল্পীরা রবীন্দ্র এবং নজরুল সংগীত,নিত্য আবৃত্তি পরিবেশন করেন।