ঢাকাশনিবার, ২রা নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ভোর ৫:০৪
আজকের সর্বশেষ সবখবর

বরগুনায় রবীন্দ্র ও নজরুল জন্মজয়ন্তী উদযাপিত

স্বপন দাস
মে ২৮, ২০২২ ৯:৪৮ অপরাহ্ণ
পঠিত: 296 বার
Link Copied!

বরগুনায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ও জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এর জন্মজয়ন্তী উদযাপিত করা হয়েছে।

এ উপলক্ষে শনিবার (২৮ মে) সন্ধ্যায় বরগুনা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে জেলা প্রশাসনের সহযোগিতায় শিল্পকলা একাডেমী ও শিশু একাডেমী আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক হাবিবুর রহমান।

আলোচনা করেন- বরগুনা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রতাপ চন্দ্র বিশ্বাস, বরগুনা সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি অ্যাডভোকেট মো. শাহজাহান, পটুয়াখালী দুমকি জনতা কলেজের অধ্যক্ষ মাজেদা বেগম, দুমকি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ডিন মোস্তফা জামান আবুল।

অনুষ্ঠান পরিচালনা করেন জেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মনিরুজ্জামান মনির।

অনুষ্ঠানে শিশু একাডেমী ও শিল্পকলা একাডেমীর শিল্পীরা রবীন্দ্র এবং নজরুল সংগীত,নিত্য আবৃত্তি পরিবেশন করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।