বরগুনায় স্কুল ছাত্রীকে ইভটিজিং করার অপরাধে সোহাগ (২৭) নামে এক যুবককে কারাদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমান আদালত।
শনিবার (২৮ মে) দুপুরে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আহম্মেদ।
তিনি জানান, অভিযুক্ত সোহাগকে ৩৫ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করে ভ্রাম্যমাণ আদালত। সোহাগ পৌর শহরের উকিল পট্টি এলাকার আ. রশিদের ছেলে।
আদালত ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকালে বরগুনা পৌর শহরের আদর্শ স্কুল সংলগ্ন স্কুল পড়ুয়া দুই কিশোরীকে ইভটিজিং করার সময় স্থানীয়রা সোহাগ নামের ওই যুবককে হাতেনাতে আটক করে।
পরে ভ্রাম্যমান আদালতের বিচারক নির্বাহী ম্যাজিষ্ট্রেট (ভূমি) নিজামুদ্দিন অভিযুক্ত সোহাগকে ৩৫ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করে জেল হাজতে পাঠানোর নির্দেশ প্রদান করেন।
বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আহম্মেদ বলেন, ভ্রাম্যমাণ আদালতের নির্দেশ অনুযায়ী ওই যুবককে বরগুনা কারাগারে পাঠানো হয়েছে।