ঢাকারবিবার, ১লা অক্টোবর, ২০২৩ খ্রিস্টাব্দ, সকাল ৮:২৫
আজকের সর্বশেষ সবখবর

স্কুলছাত্রীকে ইভটিজিং করায় ভ্রাম্যমাণ আদালতে যুবকের কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক
মে ২৮, ২০২২ ৬:৫৩ অপরাহ্ণ
পঠিত: 338 বার
Link Copied!

বরগুনায় স্কুল ছাত্রীকে ইভটিজিং করার অপরাধে সোহাগ (২৭) নামে এক যুবককে কারাদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমান আদালত।

শনিবার (২৮ মে) দুপুরে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আহম্মেদ।

তিনি জানান, অভিযুক্ত সোহাগকে ৩৫ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করে ভ্রাম্যমাণ আদালত। সোহাগ পৌর শহরের উকিল পট্টি এলাকার আ. রশিদের ছেলে।

আদালত ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকালে বরগুনা পৌর শহরের আদর্শ স্কুল সংলগ্ন স্কুল পড়ুয়া দুই কিশোরীকে ইভটিজিং করার সময় স্থানীয়রা সোহাগ নামের ওই যুবককে হাতেনাতে আটক করে।

পরে ভ্রাম্যমান আদালতের বিচারক নির্বাহী ম্যাজিষ্ট্রেট (ভূমি) নিজামুদ্দিন অভিযুক্ত সোহাগকে ৩৫ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করে জেল হাজতে পাঠানোর নির্দেশ প্রদান করেন।

বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আহম্মেদ বলেন, ভ্রাম্যমাণ আদালতের নির্দেশ অনুযায়ী ওই যুবককে বরগুনা কারাগারে পাঠানো হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।