বরগুনায় একটি মসজিদ ও মাদ্রাসার উন্নয়ন কাজে বাঁধা ও ছাত্র মারধরের অভিযোগ উঠেছে। বিচারের দাবীতে এলাকাবাসী মানববন্ধন করেছেন।
শুক্রবার (২৭ মে) জুমার নামাজ শেষে সদর উপজেলার ফুলঝুড়ি ইউনিয়নের ছোট গৌরীচন্না এলাকার ওই জামে মসজিদের মুসুল্লি এবং মাদ্রাসার ছাত্র ও অভিভাবকরা এ মানববন্ধন করেন।
মানবন্ধনে বক্তারা মরহুম আলহাজ্ব ডা. জয়নাল আবেদীন খান জামে মসজিদ, হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার রং করার কাজে বাঁধাসহ মসজিদ থেকে মুসুল্লিদের বের করে দেওয়ার অপচেষ্টা এবং নাবালক ছাত্রের উপর শারীরিক নির্যাতনের অভিযোগ করে স্থানীয় প্রভাবশালী আ. খালেক খানের বিচারের দাবী জানান।
মানববন্ধনে এলাকার জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আহম্মেদ জানান, এবিষয়ে থানায় কোন লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনী ব্যবস্থা নেয়া হবে।