ঢাকাবুধবার, ২৭শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, সকাল ৬:৫৮
আজকের সর্বশেষ সবখবর

মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে শিক্ষার্থীদের পুলিশকে সহায়তার আহবান

নিজস্ব প্রতিবেদক
মে ২৩, ২০২২ ৫:২৮ অপরাহ্ণ
পঠিত: 252 বার
Link Copied!

বরগুনা জেলা পুলিশের উদ্যোগে সন্ত্রাস ও মাদকমুক্ত সমৃদ্ধ এবং নিরাপদ বাংলাদেশ বিনিমার্ণে ছাত্র-ছাত্রীদের ভূমিকা শীর্ষক আলোচনা সভা বরগুনা সরকারী কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

পুলিশ সুপার জাহাঙ্গীর মল্লিকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য ধীরেন্দ্র দেবনাথ শম্ভু।

বিশেষ অতিথি ছিলেন, বরিশাল বিভাগীয় পুলিশ প্রধান এস এম আখতারুজ্জামান।

স্বাগত বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার এস এম তারেক রহমান।

আলোচনায় অংশগ্রহন করেন, সরকারী মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর আব্দুস ছালাম, মুক্তিযোদ্ধা আ. মোতালেব মৃধা, কমিউনিটি পুলিশিংয়ের জেলা সম্পাদক, সুখ রঞ্জন শীল, কমিউনিটি পুলিশিংয়ের পৌর কমিটির সাধারণ সম্পাদক হোসনেয়ারা হাঁসি, প্রেসক্লাব সভাপতি অ্যাড. সঞ্জীব দাস, ছাত্রলীগ সভাপতি যুবায়ের আদনান অনিকসহ শিক্ষার্থীরা।

অপরাধ দমনে বিশেষ করে মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে শিক্ষার্থীদের পুলিশকে সহায়তার আহবান জানান বক্তারা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।