ঢাকামঙ্গলবার, ৬ই জুন, ২০২৩ খ্রিস্টাব্দ, সকাল ৭:৫৩
আজকের সর্বশেষ সবখবর

আবারও ট্রাকশ্রমিক দু’গ্রুপের অবস্থান, অতিরিক্ত পুলিশ মোতায়েন

নিজস্ব প্রতিবেদক
মে ২১, ২০২২ ৯:২৫ অপরাহ্ণ
পঠিত: 414 বার
Link Copied!

বরগুনায় অফিস দখল নিয়ে ট্রাকশ্রমিকদের দুই সংগঠনের পূর্ব শত্রুতার জেরে মুখোমুখি অবস্থান নিয়ে সংঘর্ষের ঘটনা ঘটেছে।

শনিবার (২১ মে) দুপুর থেকে দুটি সংগঠনের শ্রমিকরা শহরের টাউনহলে মুখোমুখি অবস্থান নেন। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করেছে জেলা পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দুপুরে বরগুনার টাউনহল এলাকায় বেসিক ট্রেড ইউনিয়ন ও আন্তজেলা ট্রাকশ্রমিকদের দুটি গ্রুপ মুখোমুখি অবস্থান নিয়ে সংঘর্ষে জড়ান। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ করে দুই গ্রুপকে ছত্রভঙ্গ করে দেয় পুলিশ।

বরগুনা আন্তজেলা ট্রাকশ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক মঞ্জুরুল আলম জন অভিযোগ করেন, সদর উপজেলা চেয়ারম্যান মনিরুল ইসলাম গত বছরের সেপ্টেম্বর মাসে বরিশাল থেকে বেসিক ট্রেড ইউনিয়ন বরগুনা জেলা শাখার নামে একটি সংগঠন নিয়ে আসেন। ওই সংগঠনের সভাপতি হিসেবে তিনি আন্তজেলা ট্রাকশ্রমিক ইউনিয়ন অফিস দখলের চেষ্টাসহ ট্রকশ্রমিকদের কাছ থাকে চাঁদাবাজি করছেন। এ নিয়ে শ্রমিকদের মধ্যে অসন্তোষ সৃষ্টি হয়েছে।

অপরদিকে বেসিক ট্রেড ইউনিয়নের সভাপতি ও সদর উপজেলা চেয়ারম্যান মনিরুল ইসলাম পাল্টা অভিযোগ করে বলেন, গত বছরের শুরুতে আন্তজেলা ট্রাকশ্রমিক ইউনিয়নের চাঁদাবাজিতে অতিষ্ঠ হয়ে আমার কাছে আসে। আমি শ্রমিকদের স্বার্থে বেসিক ট্রেড ইউনিয়নের দায়িত্ব নিয়ে শ্রমিকদের সংগঠিত করে চাঁদা থেকে রক্ষা করেছি।

তিনি আরও বলেন, অফিস দখলের মিথ্যা অভিযোগ দিয়ে এর আগেও আমাদের শ্রমিকদের উপর তারা হামলা করেছে। উল্টো তারা বহিরাগত সন্ত্রাসীদের সহায়তায় আমাদের অফিস দখল করেছে, চাঁদাবাজী করছে। আজ আবারও বহিরাগত সন্ত্রাসীদের দিয়ে জনের নেতৃত্বে নিরীহ শ্রমিকদের উপর আতর্কিত হামলা হয়েছে। হামলায় তিন জন শ্রমিক গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি আছেন।

বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আহম্মেদ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে আমি নিজেই উপস্থিত হয়েছি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।