ঢাকারবিবার, ১লা অক্টোবর, ২০২৩ খ্রিস্টাব্দ, সকাল ৭:০৬
আজকের সর্বশেষ সবখবর

বরগুনা জেনারেল হাসপাতালে বিশেষজ্ঞ চিকিৎসকসহ জনবল নিয়োগের দাবি

নিজস্ব প্রতিনিধি
মে ২০, ২০২২ ১২:৩৩ পূর্বাহ্ণ
পঠিত: 396 বার
Link Copied!

বরগুনার ২৫০ শয্যার জেনারেল হাসপাতালের শূণ্যপদে বিশেষজ্ঞ চিকিৎসকসহ জনবল নিয়োগ, আসবাবপত্র, ২৫০ রুগীর খাদ্য বরাদ্দ এবং আগামী জাতীয় বাজেটে স্বাস্থ্য খাতে বরাদ্দ বৃদ্ধির দাবীতে মানববন্ধন ও সমাবেশ হয়েছে।

বৃহস্পতিবার (১৯ মে) বরগুনা জেনারেল হাসপাতাল চত্তরে এ মানববন্ধন ও সমাবেশ করেছে বরগুনা জেলা স্বাস্থ্য অধিকার ফোরাম।

জেলা স্বাস্থ্য অধিকার ফোরামের সভাপতি হাসানুর রহমানের সভাপতিত্বে মানববন্ধন ও সমাবেশে বক্তারা বলেন, ২০০৬ সালে প্রধানমন্ত্রীর ঘোষনা অনুযায়ী বরগুনার ১০০ শয্যার হাসপাতাল ২৫০ শয্যায় উন্নতি করা লক্ষ্য ৭তলা ভবন নির্মান করা হয়। ২০২১ সালে ভবনটি হস্তান্তর হলেও আসবাবপত্র, ২৫০ রুগীর খাদ্য, ঔষধ বরাদ্দ দেয়া হয়নি। এছাড়াও কোন বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসক নেই, নেই পরিচ্ছন্ন কর্মী, নৈশ প্রহরীসহ শূন্য পদের কোন জনবল।

সমাবেশ শেষে জেলা প্রশাসনের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবরে স্মারকপত্র পেশ করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।