ঢাকাসোমবার, ২রা অক্টোবর, ২০২৩ খ্রিস্টাব্দ, রাত ৪:২৯
আজকের সর্বশেষ সবখবর

বরগুনায় মেয়াদোত্তীর্ণ-মূল্যবিহীন লাচ্চি-আইসক্রিম বিক্রির ধুম, জরিমানা

মহিউদ্দিন অপু
এপ্রিল ২৩, ২০২২ ১১:২০ অপরাহ্ণ
পঠিত: 369 বার
Link Copied!

বরগুনায় মেয়াদোত্তীর্ণ লাচ্চি ও মূল্যবিহীন আইসক্রিম বিক্রির অপরাধে দুটি ব্যবসা প্রতিষ্ঠানকে সাড়ে চার হাজার টাকা জরিমানা করা হয়েছে। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বরগুনার বাজার তদারকিমূলক অভিযানে এ জরিমানা করা হয়।

শনিবার (২৩ এপ্রিল) বিকালে বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বরগুনা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক বিপুল বিশ্বাস।

তিনি জানান, শনিবার বেলা সাড়ে ১১ টায় বরগুনা সদর উপজেলার কদমতলা বাজার সংলগ্ন স্থানে তদারকিমূলক অভিযান পরিচালিত হয়। এসময় মেয়াদোত্তীর্ণ লাচ্চি ও মূল্যবিহীন আইসক্রিম বিক্রির অপরাধে দুটি ব্যবসা প্রতিষ্ঠানকে সাড়ে চার হাজার টাকা জরিমানা করা হয়।

তিনি আরো জানান, অভিযানকালে বেশকিছু ব্যবসা প্রতিষ্ঠানকে সতর্ক করা, নিত্যপণ্যের দাম মনিটরিং করা হয়। একই সাথে উপস্থিত ব্যবসায়ী ও ক্রেতাদের সচেতন করা হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বরগুনার সহকারী পরিচালক বিপুল বিশ্বাস বলেন, জরিমানা আরোপের পাশাপাশি সকলকে মাস্ক পরিধান করা, স্বাস্থ্যবিধি মেনে চলা ও দ্রব্যমূল্যের অযৌক্তিক মূল্যবৃদ্ধি থেকে বিরত থাকার জন্য অনুরোধ করা হয়েছে। জনস্বার্থে বাজার তদারকিমূলক অভিযান অব্যাহত থাকবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।