বরগুনায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন লঙ্ঘনের অপরাধে দুটি ব্যবসা প্রতিষ্ঠানকে দশ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বরগুনার বাজার তদারকিমূলক অভিযানে এ জরিমানা করা হয়।
বৃহস্পতিবার (২১ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বরগুনা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক বিপুল বিশ্বাস।
তিনি জানান, বুধবার (২০ এপ্রিল) বরগুনা পৌর শহরের কলেজ রোড ও কসমেটিক্স পট্টি বাজার সংলগ্ন স্থানে তদারকিমূলক অভিযান পরিচালিত হয়। এ সময় ভোক্তা অধিকার বিরোধী কাজ করা ও ভোক্তা অধিকার সংরক্ষণ আইন লঙ্ঘনের অপরাধে ২টি ব্যবসা প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
তিনি আরো জানান, অভিযানকালে বেশকিছু ব্যবসা প্রতিষ্ঠানকে সতর্ক করা, নিত্যপণ্যের দাম মনিটরিং করা হয়। একই সাথে উপস্থিত ব্যবসায়ী ও ক্রেতাদের সচেতন করা হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বরগুনার সহকারী পরিচালক বিপুল বিশ্বাস বলেন, জরিমানা আরোপের পাশাপাশি সকলকে মাস্ক পরিধান করা, স্বাস্থ্যবিধি মেনে চলা ও দ্রব্যমূল্যের অযৌক্তিক মূল্যবৃদ্ধি থেকে বিরত থাকার জন্য অনুরোধ করা হয়েছে। জনস্বার্থে বাজার তদারকিমূলক অভিযান অব্যাহত থাকবে।