বরগুনায় জেলের জালে ধরা পরেছে আটলান্টিকের রেড স্ন্যাপার প্রজাতির একটি মাছ।
বুধবার (১৩ এপ্রিল) দুপুরে ও মঙ্গলবার রাতে বরগুনা পৌর মাছ বাজারে এ মাছটির দেখা মেলে। এসময় কৌতহলি ক্রেতাদের ভীড় জমে যায়।
স্থানীয় মৎস ব্যবসায়ীরা জানান, মাছটি পৌর মাছ বাজারের রফিক সর্দারের মৎস আড়ত থেকে পাইকারী দরে ক্রয় করে খুচরা বিক্রি করতে নিয়ে এসেছেন একই বাজারের খুচরা বিক্রেতা মেহেদী হাসান।
খুচরা বিক্রেতা মেহেদী হাসান বলেন, আমি এই মাছ এর আগে কখনো দেখিনি। মাছটি সামুদ্রিক হওয়ায় মাছটি দেখতে ক্রেতাদের ভীড় জমে গেছে।
তিনি আরো বলেন, ৮ কেজির এ মাছটি ৬শ টাকা কেজি দরে কিনে ৭শ টাকা কেজি দরে বিক্রি করার হাক ডাক তুলেছি।
ক্রেতা ছগির হোসেন বলেন, ‘এ মাছ এর আগে দেখিনি। তবে শুনেছি এটি সামুদ্রিক মাছ। দাম বেশি চাওয়ায় কিনতে পারছিনা।’ একই সুরে বললেন আরও কয়েকজন ক্রেতা।
মৎস আড়ৎদার রফিক সর্দার বলেন, ‘বঙ্গোপসাগরে জেলেদের জালে মাছটি ধরা পড়ে। যদিও এ মাছ এর আগে এ বাজারে ওঠেনি, তবে এটি সামুদ্রিক মাছ হওয়ার এর ব্যাপক চাহিদা রয়েছে। তাই দাম একটু বেশিই।’
বরগুনা জেলার মৎস্য কর্মকর্তা বিশ্বজিৎ কুমার দেব বলেন, মাছটি দেখতে আফ্রিকান রেড স্ন্যাপারের মতো। রেড স্ন্যাপার সাধারণত আটলান্টিক মহাসাগরে বেশি পাওয়া যায়। যদি তাই হয় তবে হয়ত সমুদ্রের পানির সাথে এটি দেশের উপকূলে এসেছে।