ঢাকাবুধবার, ৭ই জুন, ২০২৩ খ্রিস্টাব্দ, রাত ৯:৩৯
আজকের সর্বশেষ সবখবর

স্কুলছাত্র হত্যা মামলায় কিশোরী খালাস, দুই কিশোরকে দণ্ড

নিজস্ব প্রতিবেদক
এপ্রিল ১৩, ২০২২ ২:১৫ অপরাহ্ণ
পঠিত: 429 বার
Link Copied!

বরগুনায় স্কুলছাত্র জিয়াউর রহমান রনি হত্যা মামলায় দুই কিশোরকে ৮ বছর করে দণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদেরকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ মামলার অপর এক কিশোরীকে খালাস দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১২ এপ্রিল) বরগুনা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক হাফিজুর রহমান এ রায় দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- পাথরঘাটা উপজেলার কাঁঠালতলী গ্রামের আবদুল বারেকের ছেলে তরিকুল ইসলাম (১৭) ও তার বন্ধু একই এলাকার মকিম খানের ছেলে মনির হোসেন (১৭)।

মামলা সূত্রে জানা যায়, ২০১১ সালের ১৫ ফেব্রুয়ারি রাতে পাথরঘাটার কালিকাপুর গ্রামের আবদুল মান্নান গাজীর ছেলে অষ্টম শ্রেণির ছাত্র জিয়াউর রহমান রনিকে একই এলাকার আবদুল বারেকের ছেলে তারিকুল ও তার বন্ধু মনির হোসেন বাড়িতে গিয়ে তাকে ডেকে আনে। রাতে রনি বাড়িতে না আসায় পরদিন তার মা পাথরঘাটা থানায় একটি সাধারণ ডায়েরি করেন। একই দিন আইনের সাথে সংঘাতে জড়িয়ে যাওয়া কিশোররা রনির পরিবারের কাছে দুই লাখ টাকা মুক্তিপণ দাবি করে। ঘটনার ৭ দিন পর ২২ ফেব্রুয়ারি রনির মরদেহ পাওয়া যায়। এ ঘটনায় নিহত রনির মা সাহিদা বেগম বাদী হয়ে ১০ জনের বিরুদ্ধে ওই দিনই মামলা করেন।

ওই মামলায় মঙ্গলবার দুপুরে বরগুনার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক হাফিজুর রহমান কিশোর তরিকুল ইসলাম ও মনির হোসেনকে আট বছর করে দণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা করেন। মামলার অপর এক কিশোরীকে খালাস দেন আদালত।

রাষ্ট্রপক্ষের আইনজীবী মোস্তাফিজুর রহমান বলেন, আইনের সাথে সংঘাতে জড়িয়ে যাওয়া কিশোরা নাবালক হওয়ায় তাদের আট বছর করে দণ্ড দিয়েছেন আদালত। তবে তারা সাবালক হলে তাদের যাবজ্জীবন কারাদণ্ড হতো। রায়ে আমরা সন্তুষ্ট।

কিশোরদের আইনজীবী নুরুল আমীন বলেন, রায়ের বিরুদ্ধে আমরা উচ্চ আদালতে আপিল করব। উচ্চ আদালতের প্রতি আমরা আস্থাশীল।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।