বরগুনায় খাল থেকে সিদ্দিক মাতুব্বর (৬১) নামে এক কৃষকের মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার (১৮ মার্চ) দুপুরে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরগুনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।
বরগুনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আহম্মেদ জানান, শনিবার দুপুরে বরগুনা সদর উপজেলার বদরখালী ইউনিয়নের কুমরাখালি এলাকার খাল থেকে কৃষক সিদ্দিক মাতুব্বরের মৃতদেহ উদ্ধার করা হয়। মৃত সিদ্দিক মাতুব্বর একই গ্রামের মৃত নুর উদ্দিন মাতুব্বর ছেলে।
সিদ্দিক মাতুব্বরের ছেলে শিশির মাতুব্বর বলেন, শুক্রবার বিকেলে বাবা সবজী খেতে সেচ পাম্প মেশিন দিয়ে পানি ওঠাতে বাড়ি থেকে বের হন। ওইদিন সন্ধ্যা থেকেই তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। অনেক খোঁজাখুঁজির পর শনিবার দুপুরে বাড়ির পাশে খালে মৃত ভাসমান অবস্থায় তাকে দেখতে পাই। তবে মৃত্যুর কারন সম্পর্কে এখনো কোন কিছু জানা যায়নি।
বরগুনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আহম্মেদ বলেন, খবর পেয়ে মরদেহ উদ্ধার করে বরগুনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।