বরগুনায় বেপরোয়া কিশোরদের হামলার শিকার হয়ে কাশেম বিশ্বাস ও তার মা বরগুনা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন। শুক্রবার (১ এপ্রিল) বরগুনা পৌরশহরের সোনাখালী এলাকায় এ ঘটনা ঘটে।
স্বজনরা জানান, শুক্রবার সকালে কাশেমকে বাড়ির সামনে রাস্তায় বসে একই এলাকার বেপরোয়া কিশোর বশির, নাইম ও পাশ্ববর্তী এলাকার শাওন লাঠিসোঁটা দিয়ে তার উপর অতর্কিত আক্রমন ও মারধর শুরু করে। কাশেমের চিৎকার শুনে মা কহিনুর বেগম ছেলেকে বাচাতে ছুটে এলে তিনিও হামলা শিকার হন।
হাসপাতালে চিকিৎসাধীন কাশেমের পাশে বসে কান্না জড়িত কন্ঠে মা কহিনুর বেগম বলেন, ছেলের চিৎকার শুনে আমি দৌড়ে কাছে গেলেও আমার সামনেই আমার ছেলেকে পিটিয়ে জখম করেছে। আমাকেও আহত করেছে।
বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আহম্মদ বলেন, লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে যথাযথ আইনি পদক্ষেপ নেয়া হবে।