ঢাকাসোমবার, ২রা অক্টোবর, ২০২৩ খ্রিস্টাব্দ, ভোর ৫:১২
আজকের সর্বশেষ সবখবর

আবারও বরগুনা সিভিল সার্জন কার্যালয়ে আগুন

নিজস্ব প্রতিনিধি
জুন ৯, ২০২২ ১:৪১ পূর্বাহ্ণ
পঠিত: 279 বার
Link Copied!

ফের বরগুনা সিভিল সার্জন কার্যালয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

বুধবার (৮ জুন) রাত ১০টার দিকে কার্যালয়ের উত্তর পাশের নতুন ভবনে জেনারেটর রুমে এ দুর্ঘটনা ঘটে।

এর আগে গত বছরের ৩০ জুলাই একই ভবনে করোনার টিকা সংরক্ষণের জন্য রাখা দুটি ফ্রিজ আগুন লাগে পুড়ে যায়।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, সিভিল সার্জন কার্যালয়ের নতুন ভবনে ভ্যাকসিন রুম এটি। রুমের পাশে উচ্চক্ষমতাসম্পন্ন একটি জেনারেটর রয়েছে। হঠাৎ করে ওই জেনারেটরের রুমে আগুন লেগে যায়।

এসময় পাশে সার্কিট হাউজ মাঠে ঘুরতে আসা দর্শনার্থীরা প্রথমে আগুন দেখতে পেয়ে জাতীয় জরুরি সেবা ৯৯৯ এ কল করে বিষয়টি জানান। কিন্তু আগুনের তীব্রতা বাড়তে থাকলে দর্শনার্থী-পথচারীরা ঘটনাস্থলে গিয়ে বালি ও পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

এরমধ্যে বরগুনা ফায়ার সার্ভিসের একটি ইউনিট চলে আসে এবং আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসার বিষয়টি নিশ্চিত করে।

ফায়ার সার্ভিস বরগুনা স্টেশন অফিসার শামীম রেজা জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই আমরা ঘটনাস্থলে পৌঁছাই। ইলেকট্রিক শর্ট সার্কিটের মাধ্যমে অগ্নিকান্ড ঘটেছে। তবে এতে কোন বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি।

তিনি আরো জানান, একটি জেনারেটর মেশিন আমরা অক্ষত উদ্ধার করতে পেরেছি। যার দাম আনুমানিক ১৫-২০ লাখ টাকা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।