বরগুনায় স্কুল চলাকালীন প্রধান শিক্ষককে হাত কাটাসহ জীবননাশের হুমকির অভিযোগের তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (১২ মে) বামনার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে অভিযোগ তদন্তের নির্দেশ প্রদান করেন জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট (বামনা) মোহাম্মদ রাসেল মজুমদার।
এর আগে মঙ্গলবার হুমকির অভিযোগ বামনা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন রামনা উত্তর কাকচিড়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাসানুল কবির।
অভিযোগ সূত্রে জানা যায়, মঙ্গলবার স্কুল চলাকালীন সময়ে জিয়াউল আহসানসহ তিনজন স্কুলে আসেন। তারা স্কুলের ম্যানেজিং কমিটির নির্বাচন বিষয়ে প্রধান শিক্ষকের সাথে কথা বলতে এসে এ হুমকি দেন।
এদিকে স্থানীয় একাধিক সূত্র জানায়, স্কুল কমিটির পরিচালনা পরিষদের জন্য বরগুনা-২ আসনের সাংসদ শওকত হাসানুর রহমান রিমন ও সংরক্ষিত মহিলা আসনের সাংসদ সুলতানা নাদিরা আলাদা ডিও লেটার প্রদান করেছেন। এনিয়ে এ কান্ড ঘটেছে।