অস্ত্র ও গুলিসহ একাধিক মামলার আসামী রাজিবকে (২৭) আটক করেছে পুলিশ। আটক রাজিব বরগুনার দক্ষিণ আমতলার পাড় এলাকার মোশারেফের ছেলে ও বরগুনা তাঁতী লীগের নেতা সোহেলের ভাই।
বধবার (১৬ মার্চ) দিবাগত রাতে পিরোজপুরের ভান্ডারিয়ায় উপজেলার পশ্চিম নদমুল্লা এলাকা থেকে তাকে আটক করে পিরোজপুর গোয়েন্দা পুলিশ। এ সময় রাজিবের কাছ থেকে ১টি পিস্তল, ১টি ম্যাগাজিন ও ৩ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
পিরোজপুরের গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক দেলোয়ার হোসেন জসিম বিষয়টি নিশ্চিত করে জানান, বুধবার দিবাগত রাত তিনটার দিকে ভান্ডারিয়া থানার পশ্চিম নদমুলা গ্রামের চেয়ারম্যান বাড়ী গামী পাকা ব্রীজের উপর একজনকে সন্দেহজনক ভাবে ঘোরাফেরা করতে দেখে পরিচয় জানতে চাইলে সে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এসময় তাকে ধাওয়া করে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশী চালিয়ে থেকে একটি পিস্তল, একটি ম্যাগজিন ও তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
দেলোয়ার হোসেন বলেন, রাজীবের বিরুদ্ধে বরগুনা সদর থানায় দুটি মাদক মামলা, একটি নারী শিশু মামলা ও চারটি গুরতর জখমসহ হত্যা চেষ্টা মামলা রয়েছে, যা আদালতে বিচারধীন। অস্ত্র উদ্ধারের ঘটনায় রাজীবের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।