ঢাকাসোমবার, ২রা অক্টোবর, ২০২৩ খ্রিস্টাব্দ, রাত ৪:১৩
আজকের সর্বশেষ সবখবর

ঋণের টাকা তুলতে গিয়ে ঝড়ল এনজিও কর্মকর্তার প্রাণ

নিজস্ব প্রতিনিধি
জুন ৯, ২০২২ ৭:০১ অপরাহ্ণ
পঠিত: 298 বার
Link Copied!

বরগুনার আমতলীতে ট্রলিচাপায় আরিফুর রহমান (৩১) নামে এক এনজিও কর্মকর্তা নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (৯ জুন) বিকেলে আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) রণজিৎ কুমার সরকার এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, বৃহস্পতিবার সকালে পটুয়াখালী-আমতলী মহাসড়কের উতশীতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আরিফুর রহমান ফরিদপুরের কানাইপুর উপজেলার আলাউদ্দিন মিয়ার ছেলে। তিনি বেসরকারি সংস্থা ব্যুরো বাংলাদেশের আমতলী শাখার ব্যবস্থাপক হিসেবে কর্মরত ছিলেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, সকালে ঋণের টাকা তুলতে
আরিফুর মোটরসাইকেলে করে ঘটখালী যাচ্ছিলেন। পথে পটুয়াখালী-আমতলী মহাসড়কের উতশীতলা এলাকায় বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী একটি ট্রলি তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে তিনি গুরুতর আহত হন।
স্থানীয়রা তাকে উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক কাঙ্ক্ষিতা মণ্ডল তৃণা বলেন, চিকিৎসা দেওয়ার কিছুক্ষণ পর তার মৃত্যু হয়েছে।

ব্যুরো বাংলাদেশ আমতলী অফিসের হিসাবরক্ষক রফিকুল ইসলাম বলেন, শাখা ব্যবস্থাপক আরিফুর রহমান ঋণের টাকা তুলতে গিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন।

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) রণজিৎ কুমার সরকার বলেন, পরিবারের দাবির প্রেক্ষিতে নিহতের মরদেহ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।