বরগুনার আমতলীতে সাইফুল ইসলাম সজিব (২০) নামে এক ইয়াবা ব্যাবসায়ী গ্রেফতার করেছে র্যাব।
শনিবার (০২ এপ্রিল) দুপুরে উপজেলার দক্ষিন আমতলী লোছা উরশিতলা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
এসময় তার তথ্যানুযায়ী দেহ তল্লাশি করে ৭৮ পিস ইয়াবা, একটি মোবাইল ফোন ও দুইটি সিমকার্ড জব্দ করে র্যাব।
উদ্ধারকৃত আলামতসহ গ্রেফতারকৃত আসামীকে আমতলী থানায় হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে র্যাব বাদী হয়ে আমতলী থানায় মাদকদ্রব্য আইনে একটি মামলা করেছে।
শনিবার বিকেলে র্যাবের এক প্রেসবিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
গ্রেফতারকৃত সাইফুল ইসলাম সজিব উপজেলার বাদুরগাছা এলাকার মো. দুলাল হাওলাদারের ছেলে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।