বরগুনার আমতলীতে পানের বরজে সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রুহুল আমিন খাঁন (৪৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
বুধবার (২৩ মার্চ) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম মিজানুর রহমান।
তিনি জানান, বুধবার সকালে উপজেলার কৃষ্ণনগর এলাকায় এঘটনা ঘটেছে। মৃত রুহুল আমিন খাঁন একই এলাকার মো. মোসলেম খাঁনের ছেলে। তিনি পেশায় একজন পান চাষি ছিলেন।
পুলিশ ও স্বজনরা জানান, বুধবার সকালে রুহুল আমিন খাঁন নিজের পান বরজে বৈদ্যুতিক সেচ মেশিন দিয়ে পানি দিচ্ছিলেন। ওই সময় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। দ্রুত স্বজনরা তাকে উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেলে হাসপাতালের চিকিৎসকরা তাকে মৃত ঘোষনা করেন।
আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার কাঙ্খিতা তৃণা বলেন, হাসপাতালে আনার পুর্বেই রুহুল আমিন খাঁন মারা গেছেন।
এ বিষয় আমতলী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম মিজানুর রহমান বলেন, এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে। পরিবারের দাবী না থাকায় ময়না তদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।